৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ আপডেট

হোমস্বাস্থ্যঅমিক্রনেই কি শেষ অতিমারি

অমিক্রনেই কি শেষ অতিমারি

অমিক্রনেই কি শেষ অতিমারি

গত ১১ জানুয়ারি অমিক্রনের আবির্ভাবের সাত সপ্তাহ পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, করোনার একটি ধরনের সংক্রমণের জোয়ার বইছে পশ্চিম থেকে পূর্বে। ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশের মধ্যে ৫০টি দেশ অমিক্রনের অস্তিত্বের কথা স্বীকার করল। দেশগুলো নিজেদের এপিডেমিওলজিক্যাল উপাত্ত, নিজস্ব সম্পদ, টিকা—এসব নিয়ে মোকাবেলা করল। সংক্রমণের প্রাবল্য দেখা গেল ইউরোপ ও আমেরিকায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বিজ্ঞানী যদিও ধারণা করছেন, অমিক্রনের প্রাবল্য ও অনেক বেশি সংক্রমণের ফলে ক্ষণস্থায়ী ইমিউনিটি ঢেউয়ের জন্য হয়তো এ অতিমারির সমাপ্তি ঘটবে। অনেক গবেষক বলছেন, পরিস্থিতি এখনো অস্থির আর অনিশ্চিত। এর মডেল নির্মাণ করা দুরূহ। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ইনফেকশাস ডিজিজ মডেলার গ্রাহাম মেডলে বলেন, এটি এত দ্রুতগতির যে এর সাড়া বোঝা কঠিন। তাই দারুণ অনিশ্চয়তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় অমিক্রন সম্পর্কে।

গত ১১ জানুয়ারি অমিক্রনের আবির্ভাবের সাত সপ্তাহ পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, করোনার একটি ধরনের সংক্রমণের জোয়ার বইছে পশ্চিম থেকে পূর্বে। ইউরোপ ও মধ্য এশিয়ার ৫৩টি দেশের মধ্যে ৫০টি দেশ অমিক্রনের অস্তিত্বের কথা স্বীকার করল। দেশগুলো নিজেদের এপিডেমিওলজিক্যাল উপাত্ত, নিজস্ব সম্পদ, টিকা—এসব নিয়ে মোকাবেলা করল। সংক্রমণের প্রাবল্য দেখা গেল ইউরোপ ও আমেরিকায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বিজ্ঞানী যদিও ধারণা করছেন, অমিক্রনের প্রাবল্য ও অনেক বেশি সংক্রমণের ফলে ক্ষণস্থায়ী ইমিউনিটি ঢেউয়ের জন্য হয়তো এ অতিমারির সমাপ্তি ঘটবে। অনেক গবেষক বলছেন, পরিস্থিতি এখনো অস্থির আর অনিশ্চিত। এর মডেল নির্মাণ করা দুরূহ। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ইনফেকশাস ডিজিজ মডেলার গ্রাহাম মেডলে বলেন, এটি এত দ্রুতগতির যে এর সাড়া বোঝা কঠিন। তাই দারুণ অনিশ্চয়তা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় অমিক্রন সম্পর্কে।

Share With:
Rate This Article
Author

healthtechbd24@gmail.com

No Comments

Leave A Comment