২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ আপডেট

হোমঅল ক্যাটাগরিমাস্কসহ প্রায় সব কোভিড বিধি তুলে নিল ডেনমার্ক

মাস্কসহ প্রায় সব কোভিড বিধি তুলে নিল ডেনমার্ক

মাস্কসহ প্রায় সব কোভিড বিধি তুলে নিল ডেনমার্ক

নৈশক্লাবগুলো খুলে দেওয়া হয়েছে। চালু হয়েছে মধ্যরাতে মদ বিক্রিও। এ ছাড়া এখন আর ডেনমার্কে লোকজনকে কোনো অনুষ্ঠানস্থলে যেতে করোনা অ্যাপের শরণাপন্ন হতে হবে না।

তবে, ডেনমার্কে এখনও করোনার সংক্রমণ তুলনামূলকভাবে বেশি। সরকার বলছে—সংক্রমণ বেশি হলেও করোনাভাইরাস এখন আর ততটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ নয়।

বিশেষজ্ঞেরা বলছেন, ব্যাপক টিকাদানের কারণেই ডেনমার্ক এমন পর্যায়ে যেতে পেরেছে। ডেনমার্কের জনসংখ্যার পাঁচ বছরের বেশি বয়সিদের ৮০ শতাংশের বেশি দুই ডোজ টিকা পেয়েছে। আর, ৬০ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।

মঙ্গলবার থেকে ডেনমার্কের দোকানপাটে, রেস্তোরাঁয় ও গণপরিবহণে মাস্ক পরার বাধ্যবাধকতা আর নেই। এ ছাড়া ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দূরত্বের বিধি এবং সর্বনিম্ন জমায়েতের শর্তও উঠে গেছে।

তবে অল্পকিছু বিধিনিষেধ জারি থাকবে। টিকাপ্রাপ্ত নন এমন লোকজন বাইরে থেকে ডেনমার্কে ঢুকতে পারবেন না। এ ছাড়া হাসপাতালে ও কেয়ার হোমগুলোতে মাস্ক পরতে হবে।

Share With:
Rate This Article
Author

healthtechbd24@gmail.com

No Comments

Leave A Comment