২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ আপডেট

হোমঅল ক্যাটাগরিমেডিক্যালে ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ, পাস ৭৯৩৩৯

মেডিক্যালে ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ, পাস ৭৯৩৩৯

মেডিক্যালে ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ, পাস ৭৯৩৩৯

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এ বছর পরীক্ষায় পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
ফলাফল অনুযায়ী, সরকারি কলেজে এক হাজার ৮৮৫ জন ছাত্র এবং দুই হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

গত শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

সূত্র: নয়া দিগন্ত

Share With:
Rate This Article
Author

healthtechbd24@gmail.com

No Comments

Leave A Comment